জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
শনিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে স্যার এ এফ রহমান হলের সামনে তাদের মারধর করা হয়। পরে ‘নাশকতার সন্দেহে’ জেসিডি কর্মীদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: কিছু উপাচার্য ও শিক্ষকের কর্মকাণ্ডে সমাজে তাদের প্রতি সম্মান ক্রমশ কমছে: ঢাবি সমাবর্তনে রাষ্ট্রপতি
স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, তাদের মোবাইল ফোন চেক করার পর আমরা নিশ্চিত হয়েছি যে তারা জেসিডি কর্মী, আমরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘নাশকতার সন্দেহে’ পাঁচজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পেলে আমরা তাদের ছেড়ে দেব।’
তবে পুলিশ জেসিডি কর্মীদের পরিচয় প্রকাশ করেনি।
রাজধানীর গোলাপবাগ এলাকায় বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিতে দেখা গেছে।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু