যশোর সদর উপজেলার চুড়ামনকাঠিতে তরুণ-তরুণীর ওপর নির্যাতনের মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে জামিন দিয়েছেন আদালত। শনিবার জ্যেষ্ঠ্ বিচারিক হাকিম মঞ্জুরুল ইসলাম আসামিদের জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান ও তার দুই সহযোগী আইয়ুব আলী ও আব্দুল আলিম।
মামলার এজাহারে বলা হয়, ১৫ মার্চ আনিসুর তার অনুসারীদের নিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে দুই তরুণ-তরুণীকে বেধড়ক মারধর করে। এক পর্যায় জুতা পেটা এবং চুল কেটে দেয়ার চেষ্টাও চালানো হয়।
আরও পড়ুন: নাটোরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।
পরে এ ঘটনায় শনিবার প্রধান আসামি ইউপি সদস্য আনিসুরসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে ডিবি পুলিশ।
রবিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সন্ধ্যায় জ্যেষ্ঠ্ বিচারিক হাকিম আদালত তিন আসামিকে জামিন দেন এবং ভুট্টো নামে অপর আসামিকে কারাগারে পাঠান।
ইউপি সদস্য ও তার সহযোগীরা অল্প সময়ের মধ্যে জামিন পাওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় খুবি শিক্ষক কারাগারে