দিনাজপুরের নবাবগঞ্জে ও ভাদুরিয়া এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।
সোমবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে নবাবগঞ্জের রত্নাদিঘী এলাকায় ঘরের টিউবওয়েলের পাশে পানি ভর্তি ড্রামে পড়ে ৪ বছর বয়সী শিশু আলী হাসানের মৃত্যু হয়। এ ছাড়া ভাদুরিয়া এলাকায় বেলা ১১টার দিকে মিনি ট্রাকের ধাক্কায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে ৬০ বছর বয়সী আদিবাসী নারী ব্লান্দিনা মুর্মু মারা যান।
আরও পড়ুন: দিনাজপুরে আদিবাসী নৈশ প্রহরীর লাশ উদ্ধার
সংশ্লিষ্ট থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম এবং উপপরিদর্শক (এসআই) মাহমুদ নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পানি ভর্তি ড্রামে পড়ে আলী হাসান নামে ৪ বছর বয়সি এক শিশু প্রাণ হারিয়েছে।
অপরদিকে, মিনি ট্রাকের ধাক্কায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে ৬০ বছর বয়সি আদিবাসী নারী ব্লান্দিনা মুর্মুর মৃত্যু ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
নবাবগঞ্জ থানার ভারপ্তাপ্ত কর্মকর্তার (ওসি) তাওহীদুল ইসলাম জানান, ঘরের টিউবওয়েলের পাশে পানি ভর্তি ড্রামে পড়ে শিশু আলী হাসান প্রাণ হারিয়েছে। সে মনিরুল ইসলামের ছেলে।
উপপরিদর্শক (এসআই) মাহমুদ নবী জানান, মিনি ট্রাকের ধাক্কায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে আদিবাসী নারী ব্লান্দিনা মুর্মু গুরুত্বর আহত হন।
তিনি আরও বলেন, পরে মুর্মুকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। তিনি নবাবগঞ্জে চিহাবগাঁও গ্রামের বার্নাবাস সরেনের স্ত্রী।