দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় কাভার্ডভ্যানের চালকসহ ২ জন এবং চিরিরবন্দরের ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) পৃথক স্থানে নিহত হয়েছেন তারা।
দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যানের চালক নায়েব আলী (৪৫) ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর বাঙালি পাড়ার ফয়েজ উল্লাহ'র ছেলে। একই সঙ্গে নিহত আরোহী শফিউল জামান (২৮) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় বিজিবির ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন ডাঙ্গাপাড়ায় ঢাকামুখী একটি দ্রুত গতির পিকআপ কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর নিহত
তিনি আরও বলেন, এতে কাভার্ডভ্যানের চালক এবং আরোহী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন। দ্রুত গতির পিকআপটি একই দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।
এদিকে আজ সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরের রেলস্টেশনের কাছে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক জহির রায়হান বলেন, ১০৩ বছর বয়সী নিহত জেহার উদ্দিন রেললাইন সংলগ্ন বাজারপাড়ার মৃত নেজাম আলীর ছেলে। তিনি কানে শুনতে পান না। রেললাইন পার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন ওই বৃদ্ধ।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু