দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য এবং এক বাসচালক নিহত হয়েছেন। রবিবার (১৬ জুলাই) দুপুরে পৃথক ওই দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, দিনাজপুরের চাম্পাতলীতে রবিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন।
নিহত রুহুল আমিন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার খোলাহাটির জাকির হোসেনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৮ম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্পোরাল পদে ঢাকায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মহাসড়কের চিরিরবন্দরের ৩নং ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী ফকিরের মোড় এলাকায় ব্রিজের পূর্ব পাশে সৈয়দপুর হয়ে রংপুরগামী একটি মাইক্রোবাস মোটর সাইকেলকটির পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে দুঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোটরসাইকেলের চালক।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, নিহত রুহুল আমিন সেনা বাহিনীর ৮ম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ে কর্পোরাল পদে ঢাকায় কর্মরত ছিলেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে আরোহীসহ চালক পালিয়ে গেছে।
তিনি আরও জানান, কিছু সময়ের জন্য মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, ফুলবাড়ী সড়কের পাঁচবাড়ীতে ট্রাকের সঙ্গে ধাক্কায় বাসের চালক নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) দুপুর ২টায় দিনাজপুর ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ীতে প্রণয় পরিবহনের একটি যাত্রী বাসকে ওভারটেক করার সময় ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে বাসটি। এতে দুর্ঘটনাস্থলে বাসের চালক আবু বক্কর নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম তানভীর জানান, নিহত বাস চালক আবু বক্কর (৩০) জেলা সদরের উমরপাইল গ্রামের গোয়ালপাড়ার আফতাব উদ্দিনের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু