দিনাজপুরের নবাবগঞ্জ ও ফুলবাড়ীতে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, নবাবগঞ্জের জগন্নাথপুর কলেজপাড়া গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে সেলিম হোসেন (১৮) ও নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া গ্রামের বাসিন্দা টেপু মিয়া (৫৫)।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতিভূষণ রায় ব্রতি জানান, নিহত সেলিম রহিমপুর গ্রামে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় হেমায়েতপুর মমিনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুর্ঘটনাস্থলেই সেলিম প্রাণ হারান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বোরো ধান কাটতে নীলফামারী থেকে দিনাজপুরের বিরামপুরে যাওয়ার সময় ফুলবাড়ী উপজেলার বর্মচারি এলাকায় একটি রিকশাভ্যানকে পেছনে চাল বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এসময় টেপু মিয়া নামে একজন দুর্ঘটনাস্থলে নিহত হন। ভ্যান আরোহীদের মধ্যে আরও ছয়জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালকে সহকারী পালিয়ে গেছে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২