খাগড়াছড়ির দীঘিনালায় এক সহকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে জেএসএসের (এম এন লারমা) এক সদস্যের বিরুদ্ধে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরসংলগ্ন থানাবাজারের মাঈনীব্রিজে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চলতি বছর ৪৭০টি নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে
আহত সুজন চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার রমনি মোহন চাকমার ছেলে।
অপরদিকে অভিযুক্ত বিজয় চাকমার বাড়িও রাঙ্গামাটির বাঘাইছড়ির মাচালং এলাকার উজ্যেগছড়িগ্রামে।
জেএসএস (এম এন লারমা) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সমির চাকমা জানান, বিজয় চাকমার করা গুলি সুজনের ডান হাঁটুতে লেগে স্লিপ করে চলে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ রয়েছেন।
রাতে উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী চিকিৎসা কর্মকর্তা প্রমেশ চাকমা জানান, সুজন চাকমার ডান হাটুর চামড়া ছিঁড়ে গুলি বেরিয়ে যাওয়ায় বেশি ক্ষতি হয়নি, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত