সোমবার উপজেলার হাটপুকুরিয়া গ্রামের নুরু মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জমিলা বেগম (৫০) ওই বাড়ির কৃষক তরব আলীর স্ত্রী। তার ভাসুরের ছেলে শাহজাহান জমিলা বেগমের মাথায় পুতা দিয়ে আঘাত করে।
আরও পড়ুন: কুমিল্লায় যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন: শিশুসহ নিহত ২, আহত ২০
এ ঘটনার পর অভিযুক্ত শাহজাহানকে (২৩) স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করে। শাহজাহান আবদুল করিমের ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, অভিযুক্ত শাহজাহান ও তার ভাই মোজাম্মেলের মধ্যে পারিবারিক কলহ নিয়ে সোমবার সকালে ঝগড়া হচ্ছিল। তাদের ঝগড়া থামাতে গিয়ে হত্যার শিকার হয়েছেন ওই নারী। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
আরও পড়ুন: কুমিল্লায় তৃতীয় লিঙ্গের একজনকে ছুরিকাঘাতে হত্যা
তিনি আরও বলেন, অভিযুক্ত শাহজাহানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কুমিল্লায় যাত্রীদের নিরাপত্তায় চালকের পরিচিতি কার্ড সংযুক্তি শুরু