রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন অভিযু্ক্ত ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮ টা ৫০ মিনিটের দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুমন (রগকাটা সুমন, চায়না সুমন), মো. জামাল উদ্দিন বাবু (২৮), মো. সজল খান (২৪), ফারুক হোসেন(৩৫), মো. জুয়েল (২৬)।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ২ টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ১ টি দেশীয় তেরী দা জব্দ করা হয়।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং একসাথে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা রাজধানীর মোহাম্মদপুর থানাসহ আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, মারপিট করে মানুষকে আহত করা, চাঁদাবাজি, অপহরণ, জিম্মি করে টাকা আদায়, চুরি, জমি দখল, ছিনতাই, গাড়ি চুরিসহ নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা, মো. জামাল উদ্দিন বাবুর বিরুদ্ধে ১টি মামলা, মো. সজল খানের বিরুদ্ধে ১ টি মামলা ও মো. জুয়েলের বিরুদ্ধে ৪টি মামলার সন্ধান পাওয়া গেছে।
এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।