নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলায় একজনসহ বিভিন্ন মামলায় এজাহার নামীয় পলাতক ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রাণীনগর থানা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
আরও পড়ুন: অপহৃত ভারতীয় তরুণীকে উদ্ধার করল এপিবিএন, গ্রেপ্তার ১
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাণীনগর উপজেলার মধ্য রাজাপুর গ্রামের জুয়েল শেখ (২২), আসলাম মন্ডল (৩২) ও জলিল শেখ (৩৬) এবং সরিয়া গ্রামের সুলতান মন্ডল (৪৩), এনামুল মন্ডল (৪৫), সফুর মন্ডল (৪২), মামুন মন্ডল (২৫), নূরনবী মন্ডল (৩৭) ও নুহ মন্ডল (৩৬)।
এছাড়া, রাণীনগর উপজেলার কাশিমপুর শাহানাপাড়া থেকে ৭০ গ্রাম গাঁজাসহ আকরাম সাহানা ওরফে বোলেনকে (৫০) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শুক্রবার রাতেই থানায় মাদক মামলা করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আজাদ গ্রেপ্তার ১০ জনকে শনিবার বেলা ১২টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭