নওগাঁর রাণীনগরে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মিরাট ইউপির মিরাট গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটকের সময় দুটি ওয়ান শুটারগান জব্দ করেছে র্যাব।
আটক শহিদুল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে কিশোর আটক
রবিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল এই অভিযান চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে রাণীনগর উপজেলার মিরাট গ্রামে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান নামে। এ সময় দুটি ওয়ান শুটারগান, মোবাইল, সিমকার্ড ও গামছাসহ শহিদুল ইসলামকে আটক করা হয়।
আরও পড়ুন: জলাশয় দখল: নাটোরে সহিংসতার ঘটনায় আটক ৬
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ করা অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন শহিদুল ইসলাম। তার বিরুদ্ধে রাণীনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা করে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আসামিকে রবিবার আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।