নওগাঁ সদর উপজেলায় সড়কের পাশ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের জমিনি গ্রামের একটি বাঁশ ঝাঁড়ের পাশে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ সাথী বানু (৩০) বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে ও নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের জমিনি গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।
নিহত সাথী বানুর বাবা শহিদুল ইসলাম জানান, ৬/৭ মাস আগে দুবলহাটি ইউনিয়নের জমিনি গ্রামের আকরাম হোসেনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। রবিবার গভীর রাতে তারা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। ভারী কোন বস্তু দিয়ে সাথী বানুর মাথায় আঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যূ হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ হামলায় নিহত সাথী বানুর স্বামী আকরাম হোসেনও সামান্য আহত হয়েছে বলে পুলিশ জানায়।
আরও পড়ুন: সাভারে পৃথক স্থান থেকে ৪ লাশ উদ্ধার
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, সোমবার দুপুরে সড়কের পাশে সাথী বানুর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী৷ এরপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। তবে, স্ত্রীকে আহত অবস্থায় ফেলে রেখে আকরাম হোসেন কেন পালিয়ে গেলো তা এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ এ ব্যাপারে আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে।
এ বিষয়ে থানায় নিহতের বাবা শহিদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার