চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে এক শিশুকে ফেলে রেখে মা–বাবা পালিয়ে গেছেন। ১৪ দিন বয়সী ঝরনা নামের শিশুটিকে ররিবার সকালে হাসপাতালে ভর্তি করার পর এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে মৃত নবজাতক উদ্ধার
হাসপাতাল সূত্র জানায়, ভর্তি তথ্যে শিশুটির বাবার নাম জসিম উদ্দিন ও ঠিকানার স্থানে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উল্লেখ করা রয়েছে। জরুরি যোগাযোগের জন্য দেয়া ফোন নম্বরে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। শিশুটির হাত ও পায়ে জন্মগত ত্রুটি থাকায় মা–বাবা তাকে ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ করোনা: মায়ের মৃত্যুর এক ঘণ্টা পর নবজাতকের মৃত্যু
হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন শিশুটিকে রোগী কল্যাণ সমিতি দেখাশোনা করছে। হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, ‘১৪ দিনের শিশুটিকে ভর্তির দিনই তার মা–বাবা ফেলে গেছেন। বিষয়টি জানতে পেরে আমরা যাবতীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী কিনে দিয়েছি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।’
আরও পড়ুনঃ চাঁদপুরে বিরল টিউমার নিয়ে শিশুর জন্ম, নবজাতককে রেখে মা চলে গেলেন
চমেক হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের প্রধান ডা. আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিশুটির ক্লাবফুট (মুগুর পা) জটিলতা ছিল। চিকিৎসা করলে এ রোগ ভালো হয়। শিশুটির বাবা-মা পালিয়ে যাওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। শিশুটির চিকিৎসা চলছে। যেহেতু বয়স মাত্র ১৪ দিন তাই শিশু খাদ্য, স্যালাইনসহ সব কিছু ব্যবস্থা করা হয়ছে। সমাজ সেবা অধিদপ্তরের সদস্যরা খোঁজ খবর রাখছেন। চিকিৎসা শেষ হলে শিশুটির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।