নরসিংদী থেকে অপহৃত এক কিশোরী বগুড়া থেকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় অপহরণকারী তারেক হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মে সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণপাড়ার শরিফ মাহমুদের মেয়ে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এরপর মেয়ে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে মেয়েকে উদ্ধারের জন্য হাতিরঝিল থানায় অপহরণের অভিযোগ জানান বাবা শরীফ মাহমুদ।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
পরবর্তীতে জানা যায় অপহরণকারী তারেক হোসেন ওই মেয়েকে নিয়ে বগুড়ায় অবস্থান করছেন। এরপর র্যাব ১২ এর বগুড়া বিশেষ ক্যাম্পে অপহৃত ওই মেয়ের বাবা অভিযোগ জানান। পরে র্যাবের একটি টিম ওই মেয়েকে উদ্ধারে অভিযান নামে। বৃহস্পতিবার জেলার শাজাহানপুর উপজেলা থেকে র্যাবের গোয়েন্দা টিম অপহৃত ওই মেয়েকে উদ্ধার করেন এবং অপহরণকারী তারেক হোসেনকে গ্রেপ্তার করেন।
র্যাব ১২ বগুড়ার সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম জানান, অপহরণকারী তারেককে হাতিরঝিন থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।