নাটোরের নলডাঙ্গা বাজারের একটি দোকান থেকে চুরি হওয়া ৯৩০ কেজি ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় অভিযান চালানোর সময় ভোজ্য তেলসহ পিকআপের চালককে আটক করে নলডাঙ্গা থানা পুলিশ।
আটক পিকআপ চালক গোলাম হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
আরও পড়ুন: বেনাপোলে ৩১টি বোমা জব্দ, জামাত-বিএনপির ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত নলডাঙ্গা বাজারের তেল ব্যবসায়ী আব্দুস সালামের বন্ধ দোকানের সামনে রাখা ৫টি ব্যারেলে থাকা ৯৩০ কেজি সয়াবিন ও পাম তেল পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, বাজারের নৈশ প্রহরী বিষয়টি পুলিশ ও দোকান মালিককে জানান। এরপরই পুলিশ অভিযান শুরু করে। ভোরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় ধাওয়া করে তেলসহ পিকআপটি আটক করা হয়।
এ সময় পিকআপে থাকা অন্যরা পালিয়ে গেলেও চালক গোলাম হোসেনকে আটক করে পুলিশ। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বলে জানান ওসি আবুল কালাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র জব্দ, গ্রেপ্তার ১: র্যাব
কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ, 'মিয়ানমার নাগরিক' আটক: বিজিবি