ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নাটোর পৌরসভা চত্বরে দু’পক্ষের সংঘর্ষে শিশির (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হাসানুর রহমান হাসু নামে অপর একজন।
এ সময় আটক করা হয়েছে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও আহত হাসুকে।
মঙ্গলবার দুপুরের দিকে নাটোর পৌর কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, পুরোনো একটি ঠিকাদারি কাজের টাকার ভাগ নিয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান হিরোর সঙ্গে বিরোধ চলছিল একই ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর। এ নিয়ে দুপুরে পৌর কার্যালয় চত্বরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হাসু ও হিরোর সমর্থক শিশির একে অপরের ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় উভয়রকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন।
এদিকে এটিকে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
এর আগে তিনি বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নিয়েছিলেন বলেও জানান।