নাটোর শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই লাঠি-সোটা নিয়ে টহলসহ বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের। এ সময় বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীর কম উপস্থিতি।
এ অবস্থায় সকাল ৮টার দিকে একটি লোকাল বাস নাটোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বাস চলাচল স্বাভাবিক রাখার দাবি করেছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান।
ইউএনবির নাটোর প্রতিনিধি সরেজমিনে দেখেছেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এ সময় হরতালের সমর্থনে বিএনপি বা সহযোগী সংগঠনের কাউকে রাস্তায় দেখা যায়নি। তবে হরতালের সমর্থনে শনিবার রাতে শহরের আলাইপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে যুবদল।
আরও পড়ুন: ১০ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক