নাটোরে গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি মিলনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)।
র্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিলনকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়। স্বামী ঢাকায় চাকরি করায় নাটোর শহরের মল্লিকহাটী এলাকায় নিহত গৃহবধূ শিশু সন্তানকে নিয়ে বসবাস করেন।
আরও পড়ুন: রাজশাহীতে ৮ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা
তিনি সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে নিয়মিত মিলন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে ইভ টিজিং করে আসছিল।
র্যাব আরও জানায়, এ ঘটনার প্রতিবাদ করায় লাঞ্ছিতও করা হয় তাকে। পরে ৫ জুন রাতে মিলন ও তার সহযোগীরা ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন বলে জানান র্যাব।
আরও পড়ুন: ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড