নাটোরের সদরে অপহরণকারী চক্রের শিকার ছয় মাস পর ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার রুয়েরভাগ এলাকায় অভিযুক্ত তারেকের বাড়ির পেছনে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশের যৌথ টিম।
নিহত সাজ্জাদ হোসেন রুবেল সোশ্যাল ইসলামী ব্যাংকের নাটোর শাখার কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার নেলী জানান, গত বছরের ১১ নভেম্বর সংঘবদ্ধ অপরাধী চক্র অপহরণ করে রুবেলকে। ওই রাতেই তারেক ও তার সহযোগী হৃদয় রুবেলকে হত্যা করে লাশ মাটি চাপা দেয়। হত্যার পরও তারা মুক্তিপণ হিসেবে রুবেলের পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করে।
আরও পড়ুন: রাজশাহীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি আরও জানান, এরপর আর সাড়া না পেয়ে রুবেলের বাবা রফিজ উদ্দিন নাটোর থানায় মামলা করে। কিন্তু কোনো সূত্র না পেয়ে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
অন্য একটি অপহরণ মামলায় গত মঙ্গলবার নোয়াখালীর মাইজদী থেকে অপহরণ ও সমকামী চক্রের দুই সদস্য তারেক ও হৃদয়কে গ্রেপ্তার করে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই হত্যার পাশাপাশি জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে নাটোরের ব্যাংক কর্মচারী রুবেল হত্যার রহস্য। দক্ষিণখান থানা পুলিশ ও নাটোরের ডিবি পুলিশ অভিযুক্তদের সঙ্গে নিয়ে রুবেলের লাশটি উদ্ধার করে।