নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহীন মন্ডলের বাড়ি বড়াইগ্রাম উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামে।
আরও পড়ুন: খুলনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, বিয়ের পর থেকেই শাহিন মন্ডল স্ত্রী চম্পাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় ২০১৬ সালে ২০ জানুয়ারি তেলো পশ্চিমপাড়া এলাকার শাহিন মন্ডল তার নিজ বাড়িতে যৌতুকের জন্য তার স্ত্রী চম্পা খাতুনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফেনীতে শিশু হত্যা মামলায় চাচীর যাবজ্জীবন
এ ঘটনায় নিহত চম্পার বাবা আফসার মিয়াজী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ শাহিন মন্ডলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। পরে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক মঙ্গলবার এই রায় দেন।