নাটোরের নাটোর ও সিংড়া পৌরসভায় ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল থেকে ১৫ জুন পর্যন্ত ৭ দিনের জন্য ২ পৌরসভার সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার মধ্যরাতে নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে জরুরী ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ১০ গ্রামে লকডাউন শুরু
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নাটোর জেলায় সংক্রমনের হার ছিল ৬২ ভাগ। এর মধ্যে পৌর এলাকায় আক্রান্তের হার সর্বাধিক। সভায় সকলের মতামতের ভিত্তিতে নাটোর ও সিংড়া পৌরসভায় ১৫ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এসময় ওষুধ সহ জরুরী সেবা ব্যাতিত সকল কিছু বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেনা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭
সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ৩ জন সংসদ সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা অংশ নেন।