নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ-এ।
নিহত গোলাম রব্বানী (৩৫) লালমনিরহাট জেলার বাসিন্দা।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গোলাম রব্বানী মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তার ৯৫ শতাংশ পুড়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রি-রোলিং মিলের শ্রমিকরা লোহা গলানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে সাত শ্রমিক আহত হন।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে বৃহস্পতিবার এক শ্রমিক মারা যান এবং শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
এদিকে বিস্ফোরণ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।