বৃহস্পতিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া অন্যরা হলেন নূরের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল, শাহজাহান, মর্তুজা জামান চাচিল, আলী মোহাম্মদ ও বুলবুল।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাত খুনের রায়ে হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষর
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ীর কাছে নূর হোসেন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা
এদিকে, আজ আদালতে নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আরও ছয় মামলার শুনানি হয়েছে। আদালত মামলাগুলোর পরবর্তী শুনানির জন্য ৬ জানুয়ারি দিন রেখেছে।