তারা হলেন সোনারগাঁও উপজেলার রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুর কোতোয়ালি থানার শ্যামপুর গ্রামের মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাদঁপুরের মতলব থানার উদমদি গ্রামের নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বোরাক পরিবহনের একটি বাস যাত্রী উঠানোর সময় হোমনা পরিবহনের একটি বাস পেছন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীকে চাপা দিলে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় খুলনায় কলেজ শিক্ষক নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
দেশের সড়ক দুর্ঘটনা পরিস্থিতি
সার্বিক চিত্র:
দেশে ২০২০ সালে চার হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৩১ জন নিহত এবং সাত হাজার ৩৭৯ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা নিয়ে রোডটি সেফটি ফাউন্ডেশনের তৈরি করা বার্ষিক প্রতিবেদন-২০২০ অনুযায়ী, নিহতদের মধ্যে আছেন ৮৭১ জন নারী ও ৬৪৯টি শিশু।
আরও পড়ুন: কুষ্টিয়া ও ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিবেদনে বলা হয়, মোট মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৫১২ জন ছিলেন পথচারী। সেই সাথে এক হাজার ৪৬৩ জন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গাড়ির চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন ৬৮৩ জন।
বিভিন্ন গণমাধ্যমের আসা সংবাদের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটিতে দেখা যায়, আগের বছরের তুলনায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। নিহত ও আহতের ক্ষেত্রে এ বৃদ্ধির হার যথাক্রমে চার দশমিক ২২ শতাংশ এবং তিন দশমিক ৮৮ শতাংশ।
মহামারি করোনাভাইরাস রোধে গত বছরের বড় একটি সময় চলাচলে বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও দুর্ঘটনার এ প্রবণতায় লাগাম টেনে ধরা যায়নি।