নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে কাজীপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে এ সময় সেখান থেকে বোমা, রিমোট কন্ট্রোল, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি নব্য জেএমবির সামরিক শাখার সদস্য মেজর ওসামা ওরফে নাঈম নামে পরিচিত।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র গুলিসহ আটক ১
সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান জানান, অভিযানের সময় তিনটি বোমা, চারটি রিমোট কন্ট্রোল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই জব্দ করা হয়েছে। বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে যুবক আটক, ২ কেজি হেরোইন জব্দ
আসাদুজ্জামান জানান, ওসামা স্থানীয় একটি মসজিদের ইমাম। তিনি মসজিদের পাশে একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তিনি এই বাড়ি থেকে জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন। আসাদুজ্জামান বলেন, ওসামা ওরফে নাঈম নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তিনি নিজে বোমা তৈরি করেন এবং বোমা তৈরির প্রশিক্ষক।
আরও পড়ুনঃ খুলনায় দুই ভাই আটক, অস্ত্র উদ্ধার
তিনি আরো বলেন, ‘তিন দিন আগে আমরা মিরপুর থেকে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকেই মেজর ওসামা সম্পর্কে তথ্য পেয়ে রবিবার সন্ধ্যায় তাকে তাঁর বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করি। পরে রাতে তাঁর বাড়িতে অভিযান চালাই।’এই অভিযানে তাঁর পরিবারের সদস্যদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান সিটিটিসির প্রধান।
সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার আহমেদুল ইসলাম রবিবার বলেছেন, ‘বাড়িটি বোমা তৈরির জন্য জঙ্গিদের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ বক্সের কাছে পাওয়া বোমাটি এই বাড়িতে তৈরি করা হয়েছিল।’