নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৪২) উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯টার দিকে বালিয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে দেলোয়ার গুরুতর আহত হন।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলেও স্বজনরা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহতদের ছোট ভাই জাকির হোসেন বলেন, আমার ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। এখন তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি সদস্য সোহেলের সঙ্গে দেলোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীর মৃত্যু