নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার পুত্রবধূ দগ্ধ হয়েছেন
নিহত ফুলমতি রায় (৬৮) একই এলাকার রাজেন্দ্র রায়ের স্ত্রী। দগ্ধ পুত্রবধূ অঞ্জনা রানীকে (৪৪) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা অল্প সময়ের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। বৃদ্ধা ফুলমতি রায় প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ায় সব সময় ঘরেই শুয়ে থাকতেন। অগ্নিকাণ্ডের সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা রানীও দগ্ধ হন।
এছাড়া এ ঘটনায় পরিবারটির চারটি ঘর, গোয়াল ঘরে থাকা দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জলঢাকা ও কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ঘর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: লঞ্চে আগুন: নিখোঁজ যাত্রীদের স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ সিআইডির