নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, অসুস্থ প্রবীণ সাংবাদিক মো. আব্দুস সালামের উন্নত চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি কর্তৃক চিকিৎসা সহায়তার আর্থিক চেক প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ বাগেরহাটে দেড় লাখেরও বেশি পরিবারকে সরকারের সহায়তা
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে অসুস্থ সাংবাদিকের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী খান খসরু।
এ সয়ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আরও পড়ুনঃ মানিকগঞ্জে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাতদিন বিরামহীনভাবে কাজ করে চলেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের ক্যান্সার, প্যারালাইজড সহ দুরারোগ্য ব্যাক্তিদের সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে এবং গরীব ও অসহায় মানুষদের সুচিকিৎসার জন্য এ ধরনের আর্থিক অনুদান অব্যাহত রয়েছে।
এ পর্যন্ত জেলায় ৬৪৮ জন ক্যান্সার রোগীকে উন্নত চিকিৎসার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সহ সভাপতি অ্যাডভোকেট সানাওয়ার হোসেন ভূঁইয়া, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক প্রেসক্লাব সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, দপ্তর ও লাইব্রেরী সম্পাদক দিলওয়ার খান প্রমুখ বক্তব্য দেন।