এনিয়ে এই দুর্ঘটনায় মোট ১২ জনের লাশ উদ্ধার করা হলো।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, শুক্রবার সকালে ও দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলদি বিলের পৃথক স্থান থেকে রতন মিয়া (৩৫) ও মনিরার (৫) লাশ উদ্ধার করা হয়।
এদিকে মনিরার বাবা সুনামগঞ্জের ধর্মপাশার ইনাতনগর গ্রামের আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
তারা হলেন- বলগেটের চালক আবদুল, লস্কর বাপন মিয়া, জাফর আলী, বাবুচি বাদল, সুকানী সোহাগ মিয়া। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে।
ওসি আরও জানান, এ ঘটনায় ট্রলার চালক সোহাগ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বুধবার সকালে কলমাকান্দা উপজেলার রাজানগর এলাকার গোমাই নদীতে বলগেটের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। পরে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। আব্দুল ওয়াহাবের স্ত্রী লুৎফুন্নাহারও ওই ট্রলারডুবির ঘটনায় মারা যান।