বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ.এস.এম জাকারিয়া।
আরও পড়ুন: নেত্রকোণায় জলাশয় ইজারা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশের গুলি
বিজ্ঞপ্তিতে জানা যায়, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপিতে কর্মরত সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহল দল ১১৫০/৬-এস নম্বর সীমান্ত পিলার এর কাছে ত্রিনালী মোড় নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন, জেলার দুর্গাপুর উপজেলার জারিয়া জাঞ্জাইল গ্রামের মো. মতিউর রহমান এর ছেলে মো. ওলিউর রহমান (৩০) ও রুকু মিয়ার ছেলে মো. ইলিয়াস হোসেন (৩৫)।
আরও পড়ুন: নেত্রকোণায় ১০ জুয়াড়ি আটক
এসময় তাদের নিকট থেকে তল্লাশী করে ভারতীয় দুই বোতল মদ ও মোটরসাইকেলসহ তাদের আটক করে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত মোটরসাইকেল, মাদক ও আটককৃত আসামীদেরকে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।