পঞ্চগড়ের তেতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর আলম জানান, নিহতরা হলো-শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় আব্দুল হান্নানের ছেলে মজিবর রহমান (৮) ও মেয়ে হাবিবা (৬)।
সোমবার সন্ধ্যায় বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন: বন্যার পানিতে ডুবে সিলেটে কিশোরের মৃত্যু
ওসি জাহাঙ্গীর আলম জানান, সোমবার সন্ধ্যায় বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে যান। এই সময় তার সাথে মজিবর ও হাবিবা যায়। একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান এবং ফিরে এসে তাদের না পেয়ে পরিবারের সদস্যরাসহ অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতে, বাংলাদেশে প্রতি বছর ১৪ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়।
দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে পানিতে ডুবে যাওয়া।