পটুয়াখালীর বাউফলে একটি মন্দিরে পবিত্র কোরআন শরিফ রাখার অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইদ্রিস বাকেরগঞ্জ উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা।
উপজেলার উত্তর রাজনগর-পালপাড়া, বগা ইউনিয়নের সর্বজনীন কালী মন্দিরে কোরআন শরিফ রেখে পালানোর চেষ্টাকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ভোর সাড়ে ৩টার দিকে স্থানীয় সঞ্জয় পল ইদ্রিসকে মন্দির থেকে বের হতে দেখেন। এসময় সঞ্জয় তাকে কী করছেন জানতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইদ্রিস।সঞ্জয় চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ইদ্রিসকে ধরে ফেলে। পরে তারা একটি কালী মূর্তির সামনের পাত্রে কুরআন খুঁজে পান। এক পর্যায়ে ইদ্রিস তার ভুল স্বীকার করে। খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ইদ্রিসকে বাউফল থানায় নিয়ে যায় ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানান ওসি আল মামুন। তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
পরবর্তী ঝামেলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।