এ ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার রাতে পুলিশ মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে গৃহবধূ খুন
নিহত মো. রানা (১৬) বগুড়ার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাশেম প্রামানিকের ছেলে।
গ্রেপ্তার ভগ্নিপতি মো. শাহার আলী ওরফে সোহান একই থানার গোয়ালবাতান গ্রামের আ. জলিল মন্ডলের ছেলে।
আরও পড়ুন: মাথায় গরম পানি ঢেলে গাজীপুরে শিশু হত্যার অভিযোগ
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, কিশোর রানা গত এক মাস আগে চাকরির খোঁজে ভগ্নিপতি সোহানের মোগরখালের বাসায় আসে। গত রবিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাসার অদূরে নির্জন স্থানে ফেলে রাখা হয়। সোমবার সকালে লাশ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত হয়।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের ‘সোর্সকে’ কুপিয়ে হত্যা
নিহতের ভাই-বোনসহ অন্যদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সোহানের সাথে রানার পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল।
পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে সোহান জানান, রানার বাবার কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল তার। এক বছর আগে টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়। সেই ক্ষোভে শ্যালক রানাকে তিনি হত্যা করেন।
আরও পড়ুন: গাজীপুরে বাড়ি ভাড়া তুলতে এসে হলেন লাশ