ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে মাহফুজুর রহমান নামে এক যুববকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার মা ও বাবাকে কুপিয়ে জখম করা হয়।
এই ঘটনায় নিহতের নানি আলেয়া বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় শনিবার (১ জুন) রাতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যার তদন্তে নেপাল যাচ্ছেন ডিবি প্রধান
এই মামলায় অন্যরা হচ্ছেন প্রত্যক্ষ হামলাকারী মৃত আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার, সাদ্দাম হাওলাদার, পারুল বেগম ও তার স্বামী মোস্তফা হাওলাদার।
এ ঘটনায় মোস্তফা হাওলাদার নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানায়, কবির, মনির ও সাদ্দামদের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল মাহফুজুর রহমানদের। এই বিরোধের জেরে বসতঘরে ঢুকে মাহফুজুরসহ তার মা ও বাবাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মাহফুজুর রহমান মারা যান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: বগুড়ায় হোটেলে নিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে সেনাসদস্য আটক