নাটোর, ০৫ মে (ইউএনবি)- করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দ্রুত এবং অধিক পরিমাণে নমুনা পরীক্ষার লক্ষ্যে নাটোরে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে পুরাতন সদর হাসপাতালে দু'টি বুথের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আগের দিনের চেয়ে বেড়ে প্রায় ৪৫ ভাগে উঠেছে। আগের দিনে যা ছিল ২৯ ভাগ।
আরও পড়ুন: বাগেরহাটে প্রথম পর্যায়ে ৩৩ বুথে দেয়া হবে করোনার টিকা
আপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন।
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর
তিনি জানান, মৃতদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন রয়েছেন।