রবিবার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আগামী ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: তৃতীয় পর্যায়ে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি
জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, রবিবার দুপুর পর্যন্ত বোয়ালমারী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বোয়ালমারী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন মিয়া, বিএনপির উপজেলা বিএনপির সদস্য আব্দুস শুকুর শেখ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন ও নুর ইসলাম নামে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আরও পড়ুন: তৃতীয় মেয়াদে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান হলেন মুসা মিয়া
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জানান, বোয়ালমারী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯ জন। আগামী ২২ ডিসেম্বর প্রার্থিতা যাচাই-বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
পৌরসভার ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত এ সাধারণ নির্বাচনে ৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে চূড়ান্ত তালিকায় ৪৪ জন