ফরিদপুরের ভাঙ্গায উপজেলায় বিল থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ছিলাধরচর গ্রামের এক বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘোড়ার গাড়ির চালকের লাশ উদ্ধার
ভাঙ্গা পৌরসভার স্থানীয় ৬ নং ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ জানান, সকালে মরা বিলে আমার এলাকার রাশেদ নামের এক ভাই কচুরিপানা কাটতে গিয়ে নারীর লাশ দেখতে পায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, এলাকাবাসী কচুরি কাটতে গিয়ে লাশ দেখে ৯৯৯ খবর দেয়। সংবাদ পেয়ে আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়সহ ঘটনাস্থলে হাজির হই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এই মহিলা সোমবার কোনো এক সময় ডোঙ্গা দিয়ে বিল বা মরা নদী পার হচ্ছিলেন। এ সময় তিনি ডোঙ্গা থেকে পড়ে গভীর জলে তলিয়ে যান।
পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য জানা যাবে।