ফরিদপুরের মধুখালীতে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগুনে পুড়ে নিহত ছমিরন বেগম এসময় নামাজরত অবস্থায় ছিলেন।
পরে ৯৯৯ ফোন পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা ফরিদ মিয়া বলেন, ‘আনুমানিক সাড়ে ৭টার দিকে ছমিরন বেগম নামাজরত ছিলেন। তিনি ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরে আটকা পড়ে ছমিরন বেগম নামের ওই বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান।
আরও পড়ুন: রাজশাহীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নারীসহ নিহত ২
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা অবস্থায় ছমিরন বেগম নামে এক বৃদ্ধা নারী মারা গেছেন। আমরা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’