ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে সকাল ৭টায় শহরের থানার মোড়ে জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
আরও পড়ুনঃ শ্রদ্ধাভরে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস
এরপর স্থানীয় ঐতিহাসিক অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এর আগে ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ১৫ আগস্ট: শোক দিবসে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে
এসময় জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ.কে আজাদ, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, পৌর মেয়র অমিতাভ বোস, শামিম হক প্রমুখ।
এছাড়া বিকালে জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও সন্ধ্যায় জেলা ছাত্রলীগের আয়োজন বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হবে।