ফরিদপুরে পদ্মার পানি বেড়েই চলেছে। বর্তমানে বিদৎসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানিবন্দী মানুষদের জন্য সরকারি খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। বর্তমানে এই নদী পানির উচ্চতা ৯ দশমিক ৩৪ মিটার যা বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: বন্যায় কুড়িগ্রামে ভোগান্তি চরমে
পানি বৃদ্ধির ফলে চারটি উপজেলা জেলা সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। এই সকল এলাকার প্রায় দেড়শতাধিক গ্রামে ফসলি খেত, রাস্তা, নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে। এছাড়াও নদী ভাঙনের শিকার হচ্ছে মধুখালী, আলফাডাঙ্গা ও সদরপুরের বিভিন্ন অংশে।
ইতোমধ্যে সরকারিভাবে এই সকল এলাকায় ৫০ মেট্রিক টন চাল ও সাড়ে নয় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে, জেলার মধুমতি ও আড়িয়াল খাঁর বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়ায় প্রতিদিনই ফসলের জমিসহ বিভিন্ন স্থাপনা বিলীন হচ্ছে। এছাড়াও ফরিদপুর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রীরচর ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে।
আরও পড়ুন: মাগুরায় বন্যার পানিতে রাস্তা ডুবে জনদুর্ভোগ চরমে
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এছাড়া বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।