ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ভাঙ্গাগামী একটি পিকআপ ফরিদপুরগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোর দুজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত আরও পাঁচ জনকে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মুধখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের সাথে ডিসপ্লেতে অংশ নিতে এসে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত সাজেদা পারভিন (১১) উপজেলার রায়পুর ইউনিয়নের বকুল শেখের মেয়ে। সে দামুরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
সকাল ১০টার দিকে এমএম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
লাশ তিনটি উদ্ধার করা হয়ে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে মাহফুজুর রহমান জানিয়েছেন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩