ফরিদপুরের সাপের কামড়ে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল ৯টা দিকে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত কানন সিকদার (৩৫) চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের একজন সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং বিষ্ণুপুর গ্রামের শান্ত চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।
আরও পড়ুন: মাগুরায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, কাকন বিকালে বাড়ির সামনে থেকে কেটে রাখা কাঠ বের করার সময় সাপের ছোবলে তিনি অসুস্থ হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, সাপে কাটা এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই নারীকে এই হাসপাতাল আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, কাকন শিকদার ১, ২, ৩ সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য ছিলেন।
তিনি আরও বলেন, সাপের কামড়ে ইউপি সদস্যের এ মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।