ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
শনিবার (১৬ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
আরও পড়ুন: ফরিদপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার আবুল কালামের স্ত্রী মরিয়ম বেগম (৪০), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬০) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার শেখ দলিল উদ্দিনের ছেলে শেখ ইসহাক (৭০)।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে মরিয়ম বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
তিনি আরও জানান, রুবিয়া বেগম শুক্রবার দুপুরে ভর্তি হন, রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শেখ ইসহাক বৃহস্পতিবার বিকালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, এ নিয়ে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে ৩০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৮ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু