ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক নারী।
সোমবার বিকাল ৪টার দিকে শহরের হায়দার ক্লিনিকে সি-সেকশনের (অপারেশন) মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় একসাথে ১০ সন্তান জন্মদানের দাবি নিয়ে ধোঁয়াশা
সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।
আরও পড়ুন: মরক্কোতে একসঙ্গে ৯ সুস্থ সন্তান প্রসব!
গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন।
বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তানের জন্ম দেন। সালমা আক্তারের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন: কন্যা সন্তান জন্ম দেয়ায় তাড়িয়ে দিল স্বামীর পরিবার: নবজাতকের মায়ের মামলা
আনোয়ার হোসেন আরও বলেন, এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনও সমস্যা হবেনা।
ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালের সিঁড়িতেই সন্তান জন্ম!
হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।