ফেনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউছসুফ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবদুল কাদের জাকারিয়া (৪০) ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা।
নিহত আয়েশা আক্তার মুক্তা ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে ও আসামি আবদুল কাদের জাকারিয়ার স্ত্রী।
আরও পড়ুন: খুলনায় গৃহবধূ হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ২০১১ সালের নভেম্বরে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবদুল কাদেরের সঙ্গে ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের কন্যা আয়েশা আক্তার মুক্তার বিয়ে হয়। বিয়ের দেড় মাস পরে ২০১২ সালের ৫ জানুয়ারি রাতে আসামি আবদুল কাদের স্ত্রী মুক্তাকে মারধর ও গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। এরপর প্রচার করে মুক্তা আকস্মিকভাবে অসুস্থ ও সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে জোড়া খুন: ৮ জন খালাস, তিনজনের মৃত্যুদণ্ড বহাল
এ ঘটনায় মুক্তার মা বাদী হয়ে ফুলগাজী থানায় অপমৃত্যুর মামলা করেন।
পরে পুলিশ নিহতের স্বামী জাকারিয়াকে গ্রেপ্তার করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক আবুল মনজুর ২০১২ সালের ২ জুন আবদুল কাদের জাকারিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছর ৯ অক্টোবর বিচারকাজ শুরু হয়। আদালত দীর্ঘ শুনানির পর ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউছসুফ এই রায় দেন।