বগুড়ার ধুনটে ধর্ষণচেষ্টার শিকারের ঘটনা জানাজানি হওয়ায় এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত লিপি খাতুন (১৮) ধুনট উপজেলার কাইগাতি গ্রামের বাসিন্দা ও জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে এ বছর জিপিএ৫ পেয়ে এইচএসসি পাশ করেছে।
মামলার এজাহারে বলা হয়, একই গ্রামের বাবুল মিয়া গত দুই বছর ধরে লিপিকে উত্যক্ত করতো। লিপির বাবা গ্রামের মাতাব্বরদের কাছে বিষয়টি জানালেও তারা কোনো সমাধান পাননি। তার বিরুদ্ধে অভিযোগের পর বাবুল আরও বেপরোয়া হয়ে ওঠে।
আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা!
১২ এপ্রিল সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাবুল তার সঙ্গী রফিককে নিয়ে লিপির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে বাবুল ও রফিক পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী বিষপান করে।
তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৩ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ১৪ এপ্রিল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রধান আসামি বাবুলসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পানে তরুণীর আত্মহত্যা