বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি পানির ট্যাংকারে (জল কামানে) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বেতগাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পিকেটাররা একটি পানির ট্যাংকারে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পানির ট্যাংকারের চালক হাফিজুর রহমান গাজী বলেন, ‘নির্মাণাধীন চার লেনের মহাসড়কে সিপিসিএল কোম্পানির গাড়িটি পানি ছড়াচ্ছিল। গাড়িতে আমরা ৩-৪ জন ছিলাম। হঠাৎ ১৫-২০ জন যুবক এসে আমাদের ট্যাংকার থেকে নামতে বলে। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।’
খবর পেয়ে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নগরীর দ্বিতীয় বাইপাস মহাসড়কের বনানী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
জামায়াতের নেতা-কর্মীরাও সংহতি প্রকাশ করে বগুড়া-রংপুর ও বগুড়া-নওগাঁ মহাসড়কে অবস্থান নেন।
আরও পড়ুন: রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
অবরোধ: চট্টগ্রামে চলছে পিকেটিং, দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা