বগুড়ার কাহালুতে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (২৭ জুন) উপজেলার নওগাঁ-বগুড়া-আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিবিরপুকুর এলাকার রাশেদ শেখের দুই মেয়ে আশামনি (৭) ও খাদিজা (৩) এবং অটোরিকশা চালক আমিনুর রহমান তোতা (২৪)।
আরও পড়ুন: বতসোয়ানায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত, ৭ জন আহত
আহতরা হলেন- রাশেদ শেখ ও তার স্ত্রী জোসনা বেগম।
তাদের এক সন্তানকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, সকাল ৯টার দিকে গাইবান্ধাগামী সিএনজিচালিত অটোরিকশাটি মাছবোঝাই ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং বাকি দুইজন আহত হয়।