বগুড়া-নওগাঁ মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার ইন্দইল ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।
নিহত মোটরসাইকেল আরোহী আদমদীঘি উপজেলার আদমিয়া ফাজিল মাদরাসার সিনিয়র সহকারী মৌলভী উপজেলার লক্ষীকোল গ্রামের মাওলানা জাহিদুর রহমান (৫০) ও তার বাবা লোকমান আলী (৭০)।
পুলিশ লাশ উদ্ধার ও পিকআপ কাভার্ডভ্যান আটক করলেও চালক পলাতক রয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় মাদরাসার দেয়াল ধসে নৈশপ্রহরী নিহত, আহত ৩
স্থানীয়রা জানায়, শনিবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের লক্ষীকোল গ্রামের জাহিদুর রহমান ও তার বাবা লোকমান আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদরাসায় আসার সময় বেলা সাড়ে ১০টায় ইন্দইল ব্রিজের পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল অরোহী বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই লোকমান আলী নিহত হয় এবং আদমদীঘি হাসপাতালে নেওয়ার পর জাহিদুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে কার্ভাডভ্যান আটক করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪