বগুড়ার কাহালুতে ১০ লাখ টাকা চাঁদা চাইতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে রাকিব হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
ফনিদ্রনাথের মেয়ের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে ফনিন্দ্রনাথের বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গণপিটুনিতে নিহত প্রতিবেশীকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত যুবক বিকাশ
রাকিব হোসেন কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ পুর্বপাড়ার সামছুল হকের ছেলে।
এলাকাবসী সূত্রে জানা গেছে, উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবা কলমা গ্রামের ফণীন্দ্রনাথের বাড়িতে ফনিদ্রনাথের মেয়ের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে আতা বাহিনীর লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এসময় বাড়িতে গিয়ে হামলা চালায় তারা। পরে এলাকার লোকজন এগিয়ে এসে আতা বাহিনীর লোকজনকে ধাওয়া দেয়। এই সময় আতা বাহিনীর সদস্য রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়লে লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, রাকিব চিহিৃত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।